মারিউপোলের অবরুদ্ধ স্টিল প্ল্যান্ট ছেড়ে গেছে একদল বেসামরিক লোক
প্রায় ২০ জন বেসামরিক লোকের একটি দল ইউক্রেনের মারিউপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্ট ছেড়ে গেছেন। দক্ষিণাঞ্চলীয় শহরের এ অংশটিই এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বিস্তীর্ণ এ শিল্প এলাকাটি অবরুদ্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর প্রথম দল হিসেবে তারা আজভস্টাল স্টিল প্ল্যান্ট ছেড়ে গেছেন। খবর বিবিসির।
মারিউপোলের ওই স্টিল প্ল্যান্টের ভেতরে এখনও আটকা পড়া এক হাজার বেসামরিক নাগরিককে মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া তাদের আক্রমণ জোরদার করছে বলে জানা গেছে।
এক সপ্তাহ আগে মারিউপোল নিজেদের দখলে নেওয়ার দাবি করে রাশিয়া। তখন রুশ প্রেসিডেন্ট পুতিন তাঁর সৈন্যদের বলেছিলেন, ‘এ শিল্প এলাকাটি এমনভাবে বন্ধ করে দিন, যাতে একটি মাছিও বের হতে না পারে।’
এদিকে, রুশ গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ২৫ জন বেসামরিক ব্যক্তি আজভস্টাল প্ল্যান্ট ছেড়ে যেতে সক্ষম হয়েছেন, যার মধ্যে ১৪ বছরের কম বয়সি ছয়টি শিশু রয়েছে। তবে, দলটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
কিন্তু, স্টিল প্ল্যান্টের ভিতরে থাকা সৈন্যরা নিশ্চিত করেছেন যে, নারী, শিশুসহ ২০ জন আজভস্টাল স্টিল প্ল্যান্ট ছেড়ে গেছেন।
আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সভিয়াতোস্লাভ পালামার বলেছেন, ‘তাদের একটি উপযুক্ত জায়গায় স্থানান্তর করা হয়েছে। আমরা আশা করি, তাদের ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে জাপোরিঝিয়াতে সরিয়ে নেওয়া হবে।’
মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো বিবিসিকে বলেছেন, সেখানে মানুষ ‘জীবন-মৃত্যুর মাঝামাঝি সীমারেখায়’ রয়েছে।
‘মানুষ অপেক্ষা করছে; তারা উদ্ধারের জন্য প্রার্থনা করছে... তাদের জীবন বাঁচাতে আমাদের কত দিন বা ঘণ্টা বাকি আছে, তা বলা কঠিন,’ বলেন মারিউপোলের মেয়র।