মারিউপোলের মসজিদে জিম্মিদের অভিযান চালিয়ে উদ্ধারের দাবি রাশিয়ার
ইউক্রেনের মারিউপোলে অবস্থিত একটি তুর্কি মসজিদে জিম্মি থাকা ব্যক্তিদের অভিযান চালিয়ে মুক্ত করেছে রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্যরা। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ দাবি করেন।
কোনাশেনকভ বলেন, ইউক্রেনীয় নাৎসিরা তুর্কি মসজিদটিতে ওই ব্যক্তিদের জিম্মি করে রেখেছিল। মারিউপোল মুক্ত করতে এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অনুরোধে জিম্মিদের মুক্ত করতে ১৬ এপ্রিল মসজিদটিতে বিশেষ অভিযান চালানো হয়। খবর রুশ বার্তা সংস্থা তাসের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র রাশিয়ান স্পেশাল ফোর্সকে এই নিঃস্বার্থ অভিযানের জন্য ধন্যবাদ জানান। এই অভিযানে ২৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে তাঁর দাবি।
কোনাশেনকভ বলেন, জিম্মি করা ব্যক্তিরা সিআইএস (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটস) ভুক্ত একটি দেশের নাগরিক ছিলেন। তাদেরকে মুক্ত করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
তবে তাসের ওই প্রতিবেদনে ঠিক কতজন ব্যক্তিকে জিম্মি করা হয়েছিল এবং তাদের কোন কারণে ইউক্রেনীয় বাহিনী জিম্মি করেছিল তা জানানো হয়নি। এই ব্যাপারে ইউক্রেনের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।