মারিউপোলে আটকা পড়া সেনাদের সরিয়ে নিতে কিয়েভের আলোচনার প্রস্তাব
মারিউপোলের শেষ প্রধান শক্তিকেন্দ্র আজভস্টাইল ইস্পাত কারখানায় অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনীয় সেনা ও বেসামরিকদের সরিয়ে নিতে কোনো শর্ত ছাড়াই রাশিয়ার সঙ্গে বিশেষ আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন।
আলোচনার বিষয় হিসেবে ইস্পাত কারখানাটিতে আটকা পড়া বেসামরিক ও সেনাদের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্দিদের বিনিময় করার প্রস্তাব দিয়েছেন কিভের জ্যেষ্ঠ আলোচকরা। খবর রয়টার্সের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাজনৈতিক উপদেষ্টা ও প্রধান আলোচক মিখাইলো পদোইলাক বুধবার এক টুইটে বলেছেন, ‘আজভ (ব্যাটেলিয়ন), সামরিক বাহিনী, বেসামরিক, শিশু, বেঁচে থাকা আহতদের- আমাদের এসব লোকদের বাঁচাতে কোনো শর্ত ছাড়াই বিশেষ পর্যায়ের আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত।’
মারিউপোলের অবশিষ্ট ইউক্রেনীয় সেনারা বিশাল আজভস্টাইল ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পক্ষে আর বেশিক্ষণ হয়তো প্রতিরোধ অব্যাহত রাখা সম্ভব হবে না বলে বুধবার সকালে জানিয়েছেন সেখানে থাকা ইউক্রেন মেরিনের একজন কমান্ডার।
রাশিয়া মস্কোর স্থানীয় সময় বুধবার দুপুর ২টার মধ্যে তাদের আত্মসমর্পণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেও সেনারা তা অগ্রাহ্য করে। আত্মসমর্পণ না করে প্রতিরোধ চালিয়ে যাবে বলে জানায় তারা।
ইউক্রেনের দ্বিতীয় আরেক আলোচক দাভিদ আরাখামিয়া এক অনলাইন পোস্টে জানিয়েছেন, মারিউপোলে থাকা ইউক্রেনীয় বাহিনীগুলোর সঙ্গে তার ও পদোইলাকের সার্বক্ষণিক যোগাযোগ আছে।
তিনি বলেন, ‘আজ শহরটির প্রতিরোধকারীদের সঙ্গে এক কথোপকথনে আমাদের সামরিক গ্যারিসন সরিয়ে নেওয়ার বিষয়ে সরাসরি আলোচনার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যে কোনো সময় রাশিয়ার পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়ার সঙ্গে সঙ্গেই এ ধরনের আলোচনার জন্য সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা।’