মারিউপোলে আটকে পড়া মানুষের প্রাণ পুতিনের হাতে : মেয়র
ইউক্রেনের বিধ্বস্ত মারিউপোল শহরে আটকে পড়া মানুষের জীবন এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে বলে মন্তব্য করেছেন শহরটির মেয়র ভাদিম বয়চেঙ্কো। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর মারিউপোল থেকে সরিয়ে নেওয়া বাসিন্দার সংখ্যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মেয়র ভাদিম বয়চেঙ্কো। তিনি বলেন, ‘শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে পাত্তা দেয়নি রাশিয়া।’
বয়চেঙ্কো আরও বলেন, “যেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে, সেসব এলাকার ম্যাপ দিতে বলেছিল তারা (রুশ বাহিনী)। আমরা দিয়েছিলামও। তারা আমাদের জিজ্ঞাসা করেছিল, ‘আপনাদের কয়টি বাস আছে?’ আমরা বাসের সংখ্যা জানিয়েছিলাম। এরপর তারা সেসব এলাকা ও বাস ধ্বংস করে দেয়।’
মেয়র আরও বলেন, ‘শহরে এখনও এক লাখের মতো মানুষ আটকে রয়েছে। বোঝা দরকার যে, এখনও এখানে মানুষ রয়েছে। আর, তাদের প্রাণ শুধু এক জন মানুষের হাতে—তিনি ভ্লাদিমির পুতিন।’