মারিউপোলে দূরপাল্লার বোমারু বিমান হামলা
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এই প্রথমবার বন্দর নগরী মারিউপোলে দূরপাল্লার বোমারু বিমান হামলা চালিয়েছে পুতিন বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেক্সান্ডার মোটোসিয়ানক বলেন, রাশিয়া এখন পূর্ব ইউক্রেনীয় শহর রুবিঝন, পোপাসনা ও দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোল দখলের চেষ্টা চালাচ্ছে।
অলেক্সান্ডার বলেন, মারিউপোলের পথে পথে যুদ্ধ চলছে। সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোলকে পুরোপুরি দখল নিতে এখন পর্যন্ত ব্যর্থ রুশ বাহিনী। তবে শহরটি প্রথম থেকেই অবরুদ্ধ করে ফেলেছে তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ইলিচ স্টিল অ্যান্ড আয়রন ওয়ার্কস এবং বন্দর এলাকায় সক্রিয় লড়াই চলছে ইউক্রেন ও রুশ যোদ্ধাদের।
মারিউপোল রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ায় কয়েক লাখ মানুষ এখনও শহরে আটকা আছেন। মারিউপোলে একাধিকবার মানবিক করিডোরে উভয়পক্ষ সম্মত হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করে বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রুশ বাহিনী।