মারিউপোল থিয়েটারে রুশ হামলায় নিহত ৩০০ : ইউক্রেন
ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের একটি থিয়েটারে রাশিয়ার বোমা হামলায় কমপক্ষে ৩০০ জন নিহত হয়েছেন। শুক্রবার প্রত্যক্ষদর্শীদের বরাতে এমন দাবি করেছেন সেখানকার স্থানীয় কর্মকর্তারা।
রয়টার্সের খবরে বলা হয়, গত ১৬ মার্চ ওই থিয়েটারে ভয়াবহ এ হামলা চালায় রুশ বাহিনী।
মারিউপোল সিটি কাউন্সিল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনও সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য এসেছে যে একটি রাশিয়ান বিমানের বোমা হামলার ফলে মারিউপোল ড্রামা থিয়েটারে প্রায় ৩০০ জন মারা গেছেন।
ধ্বংসস্তূপ থেকে প্রায় ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে ইউক্রেন সরকার জানায়, মোট কত জন নিহত হয়েছে তা বলা সম্ভব নয়। মারিউপোল শহর বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। সেখানে রুশ বাহিনীর অবিরাম বোমাবর্ষণ করছে।
এদিকে, মারিউপোল শহরের থিয়েটারে বোমা হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের পর রুশ বাহিনী কোনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেনি।
মারিউপোলে প্রায় ৪০ হাজার বাসিন্দার বসবাস। গত কয়েক সপ্তাহ ধরে শহরটিতে ভারী বোমাবর্ষণ চলছে। সেখানে আটকে পড়া বেসামরিক নাগরিকরা সামান্য খাবার, বিদ্যুৎ ও পানি নিয়ে বেজমেন্টে আশ্রয় নিয়েছে।