মার্কিন ঘাঁটি হিসেবে পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেব না : ইমরান
আফগানিস্তানে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মাটি ব্যবহার করে মার্কিন ঘাঁটি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
সম্প্রতি অ্যাক্সিওস এইচবিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে ইমরান খান চীনের উইঘুর মুসলিম ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়েও কথা বলেছেন।
কাশ্মীরে ভারত যা করছে বিশ্ব সম্প্রদায় তা উপেক্ষা করে তাদের মনোযোগ শুধু চীনের শিনজিয়াংয়ের দিকে কেন দিয়ে রেখেছে, এ প্রশ্নও তুলেছেন ইমরান। খবর বিবিসির।
পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ‘আত্মরক্ষামূলক’ দাবি করে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেলে এর প্রয়োজন ফুরাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার সকালে ইমরানের এ সাক্ষাৎকার সম্প্রচারিত হয় এবং তাৎক্ষণিকভাবে এটি লোকজনকে আকর্ষণ করতে শুরু করে আর তারা ইমরানের এসব মন্তব্য নিয়ে আলোচনা শুরু করেন। সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার আগেই অ্যাক্সিওস যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান বিষয়ে তাঁর মন্তব্যগুলো প্রকাশ করেছিল।
সাক্ষাৎকার গ্রহণকারী জোনাথন সোয়ানকে ইমরান বলেন, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে আল কায়েদা, ইসলামিক স্টেট (আইএস) ও তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএকে ‘কোনোভাবেই’ অনুমতি দেবেন না।
আফগানিস্তান থেকে সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সৈন্য পুরোপুরি প্রত্যাহারের জো বাইডেনের পরিকল্পনার ক্ষেত্রে পাকিস্তানের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
আগে থেকেই যুক্তরাষ্ট্রের পাকিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে বিভিন্ন অভিযান চালানোর বিরোধিতা করে আসছেন ইমরান। পাকিস্তানের সরকারি কর্মকর্তারাও সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন বলে জানিয়েছে বিবিসি।
ইমরানের এ অবস্থান পাকিস্তানজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং দেশটিতে অনলাইনে হ্যাশট্যাগ ব্যবহার করে ‘অ্যাবসলিউটলিনট’ ট্রেন্ডিং শুরু হয়েছে বলে জানিয়েছে তারা।