মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী বহরে হামলায় নিহত ১, আহত ৩
উত্তর মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বহরে সন্ত্রাসীদের হামলা হয়েছে। এ হামলায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছে। নিহত ওই শান্তিরক্ষী জর্ডানের বলে জানা গেছে।
গতকাল বুধবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বহরের শান্তিরক্ষীরা প্রায় এক ঘণ্টা ধরে হামলাকারীদের সঙ্গে নিরবিচ্ছিন্ন গোলাগুলি করেছে।
ডুজারিক বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি শান্তিরক্ষীদের পরিবার এবং সরকার ও জর্ডানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ডুজারিক বলেছেন, মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তথ্যমতে মাত্র এক সপ্তাহের মধ্যে উত্তর কিদাল অঞ্চলে এটি পঞ্চমবার হামলা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হামলার নিন্দা জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে মালির কর্তৃপক্ষকে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, কাউন্সিল শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে পরিগণিত করতে পারে।
মালি ২০১২ সাল থেকে একটি ইসলামিক চরমপন্থী বিদ্রোহগোষ্ঠীকে নিয়ন্ত্রণে লড়াই করেছে। ফরাসি নেতৃত্বাধীন সামরিক অভিযানের সাহায্যে মালির উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে চরমপন্থী বিদ্রোহীদের বিতারিত করা হয়। কিন্তু, তারা পুনরায় সংগঠিত হয় এবং তারপর থেকেই মালিয়ান সেনাবাহিনী ও তার সহযোগীদের ওপর হামলা চালিয়ে আসছে বিদ্রোহীরা।
জাতিসংঘ বলেছে, ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ২৫০ জনেরও বেশি শান্তিরক্ষী এবং কর্মী মারা গেছে। এর ফলে মালি জাতিসংঘের শান্তিরক্ষীদের জন্য অন্যতম বিপজ্জনক দেশে পরিণত হয়েছে।