মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনার রোগী
মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনার রোগী। গতকাল শুক্রবার মধ্যরাত পর্যন্ত দেশটিতে একদিনে করোনায় নতুন করে দেড় হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে দুজন। মোট আক্রন্তদের অনেকেই এখনো ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে দিতে হচ্ছে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস।
জানা গেছে, শুক্রবার মধ্যরাত পর্যন্ত মালয়েশিয়ায় এক হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৯৩৪ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে চার জন বিদেশ থেকে সংক্রমিত হয়েছে। আর এক হাজার ৮৭৩ জন দেশে সংক্রমিত।
নতুন করে দুই জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে কোভিডে মোট ৩৫ হাজার ৬৫৮ জনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সেদেশে এক হাজার ৬৮০ জন নতুন করে করোনা থেকে মুক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট করোনামুক্তদের সংখ্যা ৪৪ লাখ ৩৯ হাজার ৮৯২জন ।
আক্রান্তদের মধ্যে ২৫ হাজার ৩৮৪ জন চিকিৎসাধীন, ৩০ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন, এদের ১৮ জনকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।