মিখাইল গর্বাচেভ : শেষ সোভিয়েত নেতার প্রতি শোকার্তদের শ্রদ্ধা
রাশিয়ার রাজধানী মস্কোয় সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ও স্নায়ু যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তির মূল কারিগর মিখাইল গর্বাচেভের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন শোকাচ্ছন্ন মানুষ। মঙ্গলবার ৯১ বছর বয়সী এই অন্যতম বিশ্বনেতার মৃত্যুর পর আজ শনিবার মস্কোর সবচেয়ে বড় সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করার কথা রয়েছে।
সোভিয়েত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ সারি দেখা গেলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ব্যস্ত সূচির কারণে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলে ক্রেমলিন থেকে জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
তবে এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিনের অনুপস্থিতিকে এক ধরনের ‘তিরস্কার’ হিসেবেই দেখা হচ্ছে। গর্বাচেভের শাসনামলেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, যাকে পুতিন ‘এই শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে বলে আসছেন।
মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতায় আসেন এবং সোভিয়েত ইউনিয়নে সংস্কারের ডাক দেন যার মাধ্যমে বিশাল এই ভূ-খন্ডকে বিশ্ববাসীর কাছে খুলে দেওয়া হয়। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারেননি তিনি যা অনেক রাশিয়ানের চোখে তাকে পরবর্তী টালমাটাল পরিস্থিতির জন্য দোষী হিসেবে দাঁড় করিয়েছে।
তবে রাশিয়ার বাইরে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। জাতিসংঘ মহাসচিবের ভাষায় তিনি ছিলেন ‘ইতিহাসের ধারা পরিবর্তনকারী ব্যক্তি’, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথায় ‘তিনি ছিলেন একজন বিরল নেতা’।
অন্যান্য সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিন, যোসেফ স্টালিন ও লিওনিদ ব্রেজনেভের মতো মিখাইল গর্ভাচেভের দেহাবশেষ মস্কোর ঐতিহাসিক হাউজ অব ইউনিয়নের কলাম হলে রাখার পর তাঁকে শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ সারি পড়ে যায়। আজ দিন শেষে তাঁকে মস্কোর সবচেয়ে বড় সমাধিক্ষেত্র নোভোডেভিসিতে স্ত্রী রাইসার সমাধির পাশে সমাহিত করা হবে।
তবে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে না এলেও প্রেসিডেন্ট পুতিন শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে বলেছেন, ‘ইতিহাসের ধারাবাহিকতায় তাঁর ছিল বিপুল প্রভাব’। তিনি আরও বলেন, ‘তিনি বুঝতে পারতেন কোথায় সংস্কার জরুরী আর জটিল সমস্যার সমাধান তিনি নিজেই করতেন’। পুতিন বৃহস্পতিবার গর্বাচেভের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শনিবারের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানটি রাষ্ট্রীয়ভাবে আয়োজন না করার অর্থ দাঁড়ায় মিখাইল গর্বাচেভের প্রতি সম্মান জানাতে বর্তমান ক্রেমলিন নেতৃত্বের একটু কমই আগ্রহ রয়েছে।