মিসরীয় টিকটকার সৌদি আরবে গ্রেপ্তার
ভিডিওর মাধ্যমে সমকামিতার বার্তা ছড়ানোর অভিযোগে মিসরীয় জনপ্রিয় নারী টিকটকার তালা সাফওয়ান সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
তালা সাফওয়ানের টিকটকে ৫০ লাখ ও ইউটিউবে আট লাখ ফলোয়ার রয়েছে।
সৌদি আরবের পুলিশ বলছে, তালা সাফওয়ানের তৈরি করা ভিডিও মানুষজনের নৈতিক বোধে আঘাত হানতে পারে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তালা সাফওয়ান সাধারণত প্রাঙ্ক ভিডিও বানান। সেখানে তিনি কিছু লোকজনকে প্রাঙ্ক চ্যালেঞ্জ দিয়ে থাকেন। বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমভিত্তিক বহু ব্যক্তি এমন ভিডিও বানিয়ে জনপ্রিয় হয়েছেন।
সম্প্রতি তালা সাফওয়ান সৌদি আরবের এক নারী বন্ধুর সঙ্গে কথা বলার ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, তিনি সৌদি নারীবন্ধুকে নিজের বাসায় আমন্ত্রণ জানাচ্ছেন। বলা হচ্ছে, সেখানে যৌন আবেদনের ইঙ্গিত রয়েছে।
তবে তালা সাফওয়ান একে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর দাবি, ভিডিওতে কোনো সমকামিতা সম্পর্কিত কথা নেই।