মুম্বাইয়ে হামের প্রাদুর্ভাবে ১২ শিশুর মৃত্যু
ভারতের মুম্বাই ও এর আশপাশের এলাকায় হামের প্রাদুর্ভাবে ১২ শিশু মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২৬-২৭ অক্টোবরের দিকে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সে সময় ৪৮ ঘণ্টার মধ্যে মারা যায় তিন শিশু।
বিবিসি জানায়, এবছর মুম্বাইয়ে গত বুধবার পর্যন্ত ২৩৩ জনের হাম শনাক্ত হয়েছে। গত বছর এ সময়ে ৯২ জনের হাম শনাক্ত হলেও এ বছর তা তিনগুণ বেড়েছে। তা ছাড়া, গত বছর দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এবার মৃতের সংখ্যা বেশি।
কর্তৃপক্ষ বলছে, কোভিড মহামারির মধ্যে হামের টিকাদান কার্যক্রম শ্লথ হয়ে পড়ার কারণে সংক্রমণ বেড়ে গেছে।
মঙ্গলবার হামে সর্বশেষ ৮ মাস বয়সি এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটি সময়মত পূর্ণ ডোজ টিকা পায়নি বলে এক প্রেস নোটে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
হাম খুবই ছোঁয়াচে। কোভিডের চেয়েও বেশি। এ রোগে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে ৫ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে। দুই ডোজের মাম, হাম কিংবা রুবেলার টিকা দিয়ে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে।