মেসি ও এমবাপ্পের জার্সি পরে বিয়ে
বিয়ের তারিখের সঙ্গে কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলার দিন মিলে যাওয়ায় নিজেদের পছন্দের দলের জার্সি পরে বিয়ে করার সিদ্ধান্ত নেন ভারতের কেরালা রাজ্যের শচীন-আথিরা জুটি।
বিবিসি জানায়, শচীন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির অন্ধভক্ত। আথিরার প্রিয় দল ফ্রান্স। বর-কনে দুজনই তাই ১০ নম্বর জার্সি বেছে নেন।
শচীনের গায়ে ছিল মেসির আকাশী-সাদা রঙের ১০ নম্বর জার্সি। আর আথিরা শাড়ির উপর গায়ে চাপিয়েছিলেন ফ্রান্সের গাঢ় নীল রঙের ১০ নম্বর জার্সি। যেটি বর্তমানে পরেন দেশটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
কাতারে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে কোচি নগরীতে বিয়ের মন্ত্র উচ্চারণ করেন শচীন-আথিরা।
স্থানীয় একটি পত্রিকা জানায়, মন্দিরে বিয়ে সম্পন্ন হওয়ার পর এই ছুটি দ্রুত তাদের রিসিপশন অনুষ্ঠানে ছোটেন এবং খাওয়া-দাওয়া পর্ব শেষ করে সেখান থেকে ২০৬ কিলোমিটার দূরে শচীনের বাড়ি থিরুবনন্তপুরমের পথ ধরেন। যাতে প্রিয় দলের খেলা দেখতে সময়মত টেলিভিশনের সামনে বসে যেতে পারেন।
কাতারে রোববার রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। বিশ্ব বহুদিন দুর্দান্ত এই ম্যাচের কথা মনে রাখবে। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে উভয় দল আবার একটি করে গোল করলে শেষ পর্যন্ত টাইব্রেকারে এবারের চ্যাম্পিয়নকে বেছে নেওয়া হয়। অবসান ঘটে মেসির দীর্ঘ প্রতিক্ষার।
ক্রিকেট পাগল দেশ ভারতের কেরালাতে মেসির ভক্ত-সমর্থকের সংখ্যা অনেক। মেসির বিশ্বকাপ জয়ে যারা নেচেগেয়ে রাতভর আনন্দ করেছেন।