মোগাদিসুর হোটেল হায়াত জঙ্গিদের দখলে
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় হোটেল দখলে নিয়ে রেখেছে জঙ্গিরা। দুটি গাড়ি বোমা হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে হোটেলটির দখল নেয় তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার রাতের এ ঘটনায় অন্তত ৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনাকারী আব্দিকাদির আব্দিরহমান।
মোগাদিসুর যে জায়গাটিতে হোটেল হায়াত অবস্থিত, সেখানে আরও কয়েকটি হোটেল রয়েছে। ওই এলাকায় সরকারি অফিসের কর্মকর্তা এবং সাধারণ লোকজন চলাফেরা করে থাকেন।
পুলিশ কর্মকর্তা আহমেদ আলজাজিরাকে বলেন, ‘হোটেল হায়াতে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি গাড়ি বোমা হোটেলের সীমানার দেয়ালে এবং অপরটি হোটেলের ফটকে বিস্ফোরণ হয়। আক্রমণকারীরা হোটেলের ভেতরে রয়েছে বলে মনে করা হচ্ছে।’ এ পুলিশ কর্মকর্তা নিজের পুরো নাম দিতে চাননি। সেজন্য শুধু আহমেদ বলে নিজের পরিচয় দিয়েছেন।
আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। পৃথিবীজুড়ে সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের অনুবাদ করা এক বিবৃতিতে আল-শাবাবের দায় স্বীকারের বিষয়টি দেখা গেছে।
এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র জানায়, তাদের সেনারা সোমালিয়ার মধ্য-দক্ষিণের একটি এলাকায় আল-শাবাবের ১৩ যোদ্ধাকে হত্যা করেছে। সম্প্রতি ওই এলাকায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়।
গত মে মাসে প্রেসিডেন্ট হাসান শেখ মোহমুদ ক্ষমতায় আসীন হন। এর পর থেকে এখন পর্যন্ত শুক্রবারের জঙ্গি হামলাটিই সবচেয়ে বড় হামলা।