যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা প্রতিরোধে নোভাভ্যাক্সের টিকা কার্যকর
নভেল করোনাভাইরাসের নতুন একটি ভ্যাকসিন সংক্রমণ ঠেকাতে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে যুক্তরাজ্যে বৃহৎ পরিসরে চালানো ট্রায়াল বা পরীক্ষায় দেখা গেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মার্কিন টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের করোনার টিকা যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন স্ট্রেইন বা ধরন প্রতিরোধে কার্যকর বলে দাবি করা হচ্ছে। বিবিসির মেডিকেল এডিটর ফারগুস ওয়ালশ জানিয়েছেন, এই প্রথম কোনো করোনার টিকা নতুন স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকর বলে দেখা গেছে।
করোনার নতুন ধরনের বিরুদ্ধে নোভাভ্যাক্সের টিকার কার্যকারিতার ‘সুখবরকে’ স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। একইসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এখন টিকাটি পরীক্ষা করে দেখবে।
যুক্তরাজ্য নোভাভ্যাক্সের কাছ থেকে টিকার ছয় কোটি ডোজ নেবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্য সেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে টিকার ডোজ হাতে পাওয়ার আশা করছে যুক্তরাজ্য।
এখন পর্যন্ত যুক্তরাজ্য তিনটি করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এগুলো হলো—অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, ফাইজার-বায়োএনটেকের টিকা এবং মডার্নার টিকা।
যুক্তরাজ্যে নোভাভ্যাক্সের তৈরি করোনার টিকাটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল। এই ট্রায়ারে ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হয়, তাঁদের মধ্যে ২৭ শতাংশের বয়স ছিল ৬৫ বছরের বেশি।