যুক্তরাষ্ট্রের ওইমিংয়ে গর্ভপাতের পিল বিক্রি নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসেবে ওইমিংয়ে গর্ভপাতের পিল নিষিদ্ধ করা হয়েছে। স্টেটটির গভর্নর একটি আইনে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে সেখানে গর্ভপাতের পিল প্রেসক্রিপশনে লেখা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এই আইন না মানলে ছয় মাসের বেশি জেল বা ৯ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হবে। এ ছাড়া যেসব নারী কেমিক্যালের মাধ্যমে গর্ভপাত করেছে বা এর চেষ্টা করেছে তাদের বিচারের সম্মুখীন করা হবে না। আজ শনিবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, গতকাল শুক্রবার আইনটিতে স্বাক্ষর করেন ওইমিংয়ের গভর্নর মার্ক গর্ডন। গোটা দেশজুড়ে গর্ভপাতের পিল বিক্রি বন্ধের কথা ভাবছে টেক্সাসের একটি আদালত। এরই মধ্যে ওইমিংয়ে আইন আকারে প্রণয়ন হতে যাচ্ছে বিষয়টি।
গর্ভপাতের জন্য বেশিরভাগ সময়ে পিল খায় যুক্তরাষ্ট্রের নারীরা। দেশটিতে এ পদ্ধতিতে সবচেয়ে বেশি গর্ভপাত হয়ে থাকে।
ওইমিংয়ের আইনটি গত মাসে পাস হয় রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেট আইনসভায়। আগামী ১ জুলাই থেকে আইনটি কার্যকর হবে। এতে করে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
গর্ভপাতের পিল নিষিদ্ধের বিলটির সমালোচনা করছেন অনেকে। বিষয়টির সমালোচনা করে ওইমিং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অ্যাডভোকেসি ডিরেক্টর আন্তোনিও সেরানো বলেছেন, ‘একজন মানুষের স্বাস্থ্য কোনো রাজনীতি নয়। মানুষের চিকিৎসা সবার আগে থাকা দরকার—গর্ভপাতের সিদ্ধান্তসহ।’
বিবিসি বলছে, ওইমিংয়ে গর্ভপাত করানোর জন্য মাত্র একটি ক্লিনিক রয়েছে। গর্ভপাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে আইনি লড়াই চলছে এর মধ্যে ওইমিংও রয়েছে। যুক্তরাষ্ট্রের ডজনখানেক রাজ্য গর্ভপাত নিষিদ্ধের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।