যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানায় প্রাণীদের ওপর কোভিড টিকার ট্রায়াল
যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় প্রাণীদের জন্য তৈরি করোনার টিকা পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো চিড়িয়াখানার গরিলা শ্রেণির বেশ কিছু প্রাণীকে পশুদের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি জোয়েটিসর তৈরি করোনার টিকা দেওয়া হয়েছে।
টিকাপ্রাপ্তদের মধ্যে চারটি ওরাওটাং এবং পাঁচটি বুনুবোকে টিকার দুই ডোজ সম্পন্ন করা হয়েছে।
গত জানুয়ারিতে প্রথমবারের মতো আটটি গরিলার করোনা পজিটিভ আসে। তারা এখন সুস্থতার পথে বলে জানা গেছে। এর আগে নিউইয়র্কের ব্রোঞ্জ চিড়িয়াখানায়ও সিংহ বাঘসহ অন্যান্য প্রাণীর শরীরে করোনা ধরা পড়ে। এ ছাড়া স্পেনের বার্সেলোনা চিড়িয়াখানার সিংহদের মধ্যেও করোনা পাওয়া যায়।
পশুপ্রাণীর করোনায় আক্রান্ত হওয়া এবং তাদের চিকিৎসা নিয়ে মহামারি শুরুর সময় থেকেই সরব রয়েছেন অধিকারকর্মীরা।
বিরল প্রজাতির গরিলাদের নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন সান ডিয়েগো চিড়িয়াখানা ওয়াইল্ড লাইফ অ্যালায়েন্সের সংরক্ষণ কর্মকর্তা ন্যাডিন ল্যাম্বারস্কি।