যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী গভর্নর হচ্ছেন মাউরা হিলে
যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ঘটনা। দেশটির প্রথম সমকামী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে।
আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস'র প্রতিবেদনে বলা হয়, প্রথম সমকামী গভর্নর নির্বাচিত করে ম্যাসাচুসেটসের ভোটাররা ইতিহাস গড়তে যাচ্ছেন।
এতে আরও বলা হয়, ডেমোক্রেট প্রার্থী মাউরা হিলে (৫১) বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জিওফ ডাইহলকে ব্যাপক ভোটে পরাজিত করতে যাচ্ছেন।
বর্তমানে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মাউরা হিলে গণমাধ্যমকে বলেছেন, রাজ্যের গভর্নর হিসেবে তিনি এলজিবিটি-বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই করবেন।
এদিকে, হিউম্যান রাইটস ক্যাম্পেইন মাউরা হেলির জয়ের প্রশংসা করে বলেছে, ‘আমাদের দেশের প্রথম সমকামী গভর্নরদের একজন হিসেবে তিনি শুধু সমতা-সমর্থক নীতির একজন চ্যাম্পিয়নই হবেন না, বরং সমগ্র সমকামী সম্প্রদায়ের জন্য একটি রোল মডেলও হবেন।’