যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরো দুজন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাস মোকাবিলায় প্রশাসন যথাযথ ভূমিকা রাখছে বলে দাবি করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, খবর বাসস।
এদিকে ক্যালিফোর্নিয়ার উপকূলে মার্কিন প্রমোদ তরী থেকে আক্রান্ত যাত্রীদের নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা সহায়তায় প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। এ প্রেক্ষাপটে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার এ ঘোষণা দেওয়া হলো।
এ ছাড়া সিনেট সদস্য টেড ক্রুজ আক্রান্ত এক ব্যক্তির সঙ্গে হাত মেলানোয় নিজেকে কোয়ারেনটাইনে রেখেছেন।
যুক্তরাষ্ট্রের ৩০টি প্রদেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওরেগনে সর্বশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ও ক্যালিফোর্নিয়া এবং নিউইয়োর্কের প্রায় ছয় কোটি মানুষ সংকটে রয়েছে।
রোববার সিয়াটেলের কাছে একটি কেয়ার হোমে ভাইরাসে আক্রান্ত আরো দুই জনের মৃত্যুতে সারাদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ২১ জনে।
ট্রাম্প ভোরে টুইটারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও গণমাধ্যমে তাঁর সরকারের ‘ভাবমূর্তি ক্ষুণ্ণে’ চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি টুইটারে দাবি করেন,‘করোনাভাইরাস মোকাবিলায় হোয়াইট হাউস যথাযথ সমন্বয় ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে।’