যুক্তরাষ্ট্রে চার মুসলিম হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার
নিউ মেক্সিকোর আলবুকার্কে চার মুসলিম হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আফগানিস্তানের এক ব্যক্তিকে দুটি হত্যার জন্য অভিযুক্ত এবং অন্যান্য হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে তারা।
৫১ বছর বয়সী মুহম্মদ সৈয়দকে একদিন আগে হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, তদন্তকারীরা শহরের মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে জেনে এই হত্যার বিষয়ে সৈয়দের দিকে ইঙ্গিত করেছিল।
পুলিশ অনুসন্ধানে ‘অন্তর্দ্বন্দ্বসহ সম্ভাব্য সব উদ্দেশ্য’ খতিয়ে দেখছেন। তিনি একজন সুন্নি মুসলিম, তার মেয়ে একজন শিয়া মুসলিমকে বিয়ে করায় ক্ষুব্ধ কি না, এবিষয়ে মুহম্মদ সৈয়দকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউ মেক্সিকোর ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আহমেদ আসাদ বিয়ের বিষয়ে স্বীকার করেছেন, কিন্তু সন্দেহভাজনের অপরাধের বিষয়ে তিনি কোনো মতামত প্রকাশ করেননি। তিনি বলেন, ‘সৈয়দ নিয়মিত মসজিদে আসতেন।’