যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা অনুমোদনের আবেদন
জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনার ভ্যাকসিন অনুমোদনে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থার (এফডিএ) কাছে আবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার কোম্পানিটি এফডিএতে আবেদন জানায়। সিএনএনের খবরে এ কথা জানানো হয়েছে।
জনসন অ্যান্ড জনসন বলছে, ২৯ জানুয়ারির প্রতিবেদন অনুযায়ী তাদের তৈরি এক ডোজের করোনার ভ্যাকসিনের বৈশ্বিক ট্রায়ালের ফলাফলে ৬৬ ভাগ কার্যকারিতার প্রমাণ মিলেছে।
যুক্তরাষ্ট্রের টিকাদান কর্মসূচিকে আরো সমৃদ্ধ করতে এখনই জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন জরুরি অনুমোদনের কথা বলা হয়েছে। এ ছাড়া জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন যুক্তরাজ্য বা দক্ষিণ আফ্রিকার নতুন ধরনের করোনার বিরুদ্ধে কার্যকরী বলে দাবি করা হয়েছে।
তবে দেশ ও এলাকা ভেদে ভিন্ন ফলাফল মিলেছে জনসন অ্যান্ড জনসনের এই টিকায়। যুক্তরাষ্ট্রে গড়ে ৭২ শতাংশ লাতিন আমেরিকায় ৬৬ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ৫৭ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। টিকা দেওয়ার এক মাস পর পাওয়া ফলে এমনটি জানা গেছে।