যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারির শেষে ৫ বছরের কম বয়সীরা ফাইজারের টিকা পেতে পারে
ফেব্রুয়ারির শেষ নাগাদ ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড টিকা পেতে পারে যুক্তরাষ্ট্রের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সীরা শিশুরা। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ তথ্য জানানো হয়।
পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকার জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন জমা দিতে পারে ফাইজার-বায়োএনটেক।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলোর কাছে আবেদন জমা চেয়েছে এফডিএ।
তবে, ফাইজার, বায়োএনটেক কিংবা এফডিএ—এই তিন প্রতিষ্ঠানের কারও কাছ থেকেই পাঁচ বছর বয়সীদের টিকার বিষয়ে কোনো বক্তব্য নিতে পারেনি রয়টার্স।
ফাইজারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, এপ্রিল নাগাদ পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল হাতে পাওয়ার আশা রয়েছে তাদের।
এদিকে, সারা বিশ্বের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন দুই লাখ ৭৪ হাজার ২৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। যদিও এ সময়ে দেশটিতে নতুন করে দুই লাখ ২২ হাজার ১০০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।