যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা, নিহত ৪
যুক্তরাষ্ট্রের আলাবামায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত চারজনই বয়সে কিশোর বলে জানা গেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় পুলিশের বরাতে আজ রোববার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, মার্কিন অঙ্গরাজ্য আলাবামার ডেডভিলে শহরে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দুক হামলার এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এক কিশোরের ১৬তম জন্মদিন উপলক্ষে দেওয়া পার্টিতে এই হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।
আলাবামার গভর্নর কেয় ইভে বলেন, ‘ঘটনাটি নিয়ে আমি শোকাহত।’
যুক্তরাষ্ট্রে নির্বিচারে বন্দুক হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত দেশটিতে ১৪৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।