যুক্তরাষ্ট্রে হস্তান্তরে ব্রিটিশ আদালতের রায়ের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল
চলতি মাসে যুক্তরাজ্যের হাই কোর্ট জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে সায় দিয়ে যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার তিনি এ আপিল করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা আদালত গত এপ্রিলে তার প্রত্যর্পণ আটকে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে জয় পায় যুক্তরাষ্ট্র।
১০ ডিসেম্বর দেওয়া ওই রায়ে হাই কোর্টের বিচারক টিমোথি হলরোয়েড বলেছিলেন, ওয়াশিংটনের তরফ থেকে যেসব ‘আশ্বাসে’দেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট।
ওই প্রতিশ্রুতিতে বলা হয়েছে, অ্যাসাঞ্জকে কলোরাডোয় তথাকথিত হাই সিকিউরিটি জেলে পাঠানো হবে না।
অস্ট্রেলীয় বংশোদ্ভূত ৫০ বছর বয়সী জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর বিপুল পরিমাণ গোপন নথি ও কূটনৈতিক বার্তা ফাঁস করে অনেকের জীবন বিপন্ন করাসহ ১৮টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ প্রমাণিত হলে তাকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। গত আড়াই বছরের বেশি সময় ধরে লন্ডনের বেলমার্শ কারাগারে আছেন তিনি।
যে কোনো আপিলের ক্ষেত্রে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়ই চূড়ান্ত। তাই সুপ্রিম কোর্ট অ্যাসাঞ্জকে হস্তান্তরে সায় দিলে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্রে পাঠানো সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে, যদিও এ বিষয়ে যুক্তরাজ্যের সরকারের সুস্পষ্ট কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।