যুদ্ধ থামাতে মোদির সক্রিয় পদক্ষেপের আশা করছে ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জেরে শুরু হওয়া যুদ্ধ থামাতে ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউক্রেন। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ড. আইগর পলিখা এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ড. আইগর পলিখা বলেন, ‘এই যুদ্ধ থামাতে ভারতের সক্রিয় পদক্ষেপের আশায় অপেক্ষা করছি আমরা।’
ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে, আমরা ভারতের সমর্থন চাইছি। গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর আগ্রাসী হামলার ঘটনায় ভারতের দিক থেকে পুরোদমে বৈশ্বিক পদক্ষেপ আশা করছি আমরা। মোদি জি বিশ্বের ক্ষমতাধর নেতাদের অন্যতম।’
এর আগে ইউক্রেনের ডোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক যে সময় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পুতিনকে থামানোর জন্য বৈঠক শুরু হয়েছে, আজ বৃহস্পতিবার একই সময়ে ইউক্রেনের অভিযানের ঘোষণা দেন পুতিন।
এদিকে, ইউক্রেনে ঢোকা প্রায় ৫০ জন রুশ সেনাকে হত্যা করা হয়েছে এবং চারটি রুশ ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।