যুদ্ধ নয়, ভারতের সঙ্গে শান্তি চায় পাকিস্তান : শাহবাজ
যুদ্ধ কখনোই কাশ্মীর সংকটের সমাধান হতে পারে না। পাকিস্তান আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে ‘স্থায়ী শান্তি’ চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার সময় শাহবাজ জানান, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীর সমস্যার টেকসই সমাধানে আগ্রহী পাকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ কোনও দেশের জন্যই গ্রহণযোগ্য নয়। বাণিজ্য, অর্থনীতি এবং জনগণের উন্নয়নে দুদেশের মধ্যে প্রতিযোগিতা থাকা উচিত।
শাহবাজ শরিফ বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাই। কারণ যুদ্ধ উভয় দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না। পাকিস্তান কোনও আগ্রাসী দেশ নয়। কোনও দেশের জন্য হুমকিও নয়। ইসলামাবাদ আগ্রাসনের জন্য নয় বরং নিজেদের সীমান্ত সুরক্ষায় সামরিক খাতে ব্যয় করে।’
এদিকে, ভারত জানিয়েছে, তারা সন্ত্রাস, শত্রুতা ও সহিংসতামুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক গড়ে তুলতে চায়।