রান্নার প্রতিযোগিতায় হোটেলের বিরিয়ানি, রেগে উঠে গেলেন বিচারক
বিশ্বের প্রায় সব দেশেই রান্নার প্রতিযোগিতা হয়। নিজের হাতের জাদুতে রান্না করা খাবার নিয়ে হাজির হন প্রতিযোগীরা। উদ্দেশ্য বিচারকদের মন জয় করা। সেরকম একটি রান্না প্রতিযোগিতা হচ্ছিল পাকিস্তানে। তবে, সেখানে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। এলাকার হোটেল থেকে বিরিয়ানি এনে বিচারকদের সামনে প্রদর্শন করলেন এক প্রতিযোগী। সেটা দেখে রেগে চেয়ার ছেড়ে উঠে যান বিচারক।
গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটি দাবি করছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, পাকিস্তানের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠান ‘দ্য কিচেন মাস্টারের’ একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, একজন প্রতিযোগী তার এলাকার হোটেল থেকে প্রসিদ্ধ বিরিয়ানি নিয়ে এসেছেন। বিচারকদের কাছে তা স্বীকারও করেছেন। পরে বিচারকরা তাকে প্রত্যাখ্যান করে চলে যেতে বললে তিনি সেখান থেকে যেতে অস্বীকৃতি জানান। এমনকি বিচারকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে রাগে একজন বিচারক তার আসন ছেড়ে চলে যান। ওই প্রতিযোগীর দাবি, তাকে নিজের হাতে রান্না করা আইটেম আনতে বলা হয়নি। সেই সময়ের ভিডিও ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
প্রতিযোগী বলেন, ‘এই বিরিয়ানি আনতে আমাকে খুব কষ্ট করতে হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমি প্রসিদ্ধ এই আইটেম সংগ্রহ করি।’
এদিকে, নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। অনেক নেটিজেন প্রতিযোগীর পক্ষে সাফাই গাইছেন। তারা প্রতিযোগীর আত্মবিশ্বাসকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, অনেক নেটিজেন প্রতিযোগীর এই ব্যবস্থাকে জালিয়াতি বলছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যে এক নেটিজেন লেখেন, ‘এটি @সুইগির জন্য একটি ভালো বিজ্ঞাপন হতে পারে।’ আরেকজন লেখেন, ‘এটা চমৎকার। আমি বলতে চাচ্ছি, এটি অভিনয় না।’
আরেক নেটিজেন লেখেন, ‘বিষয়টি হাস্যকর, এটি ভিন্ন স্তরের বিনোদন।’ আরেকজন লিখেছেন, ‘ভিডিওটি দেখে আমি হাসি থামাতে পারছি না।’ আরেক নেটিজেন লেখেন, ‘আমরা পাকিস্তানি হাস্যরসকে যথেষ্ট কৃতিত্ব দিচ্ছি না। কারণ, এটি খুবই সহজ। বাস্তবতাই এখানে মুখ্য।’