রাশিয়াকে ‘জি২০’ থেকে বের করে দিতে চায় পশ্চিমা দেশগুলো : রয়টার্স
বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট—গ্রুপ অব টোয়েন্টিতে (জি২০) রাশিয়াকে বাদ দেওয়ার সম্ভাব্য পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে—পোল্যান্ড রাশিয়াকে জি২০ থেকে সরাতে গতকাল মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে। এবং সে বিষয়ে পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
জি২০ হলো বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর একটি গোষ্ঠী, যারা জলবায়ু পরিবর্তন, উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে সমন্বিতভাবে কাজ করে।
রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের এরই মধ্যে আরোপিত নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার সঙ্গে জি২০’র ইস্যুটি নতুন করে যুক্ত হচ্ছে। তবে, জি২০-ভুক্ত চীন, ভারত, সৌদি আরবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলো এ ইস্যুতে ভেটো দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকদের একাংশ ধারণা করছেন—জি৭-ভুক্ত পশ্চিমা মিত্র দেশগুলো এ বছর জি-২০ বৈঠক বর্জন করতে পারে। জি২০-এর বর্তমান চেয়ার ইন্দোনেশিয়া। বর্জনের বিষয়ে ইন্দোনেশিয়াকে সতর্ক করা হয়েছে। তবে, জাকার্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার জানতে চাওয়া হলে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি—আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক বাণিজ্য চলতে পারে না।’
রাশিয়াও জি৭-এর অংশ ছিল। ২০০০-এর দশকে বন্ধুত্বপূর্ণ সময়ে মস্কোকে জি৭-এ অন্তর্ভুক্ত করে এ গোষ্ঠীর নাম দেওয়া হয় ‘জি৮’। কিন্তু, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করলে এ গোষ্ঠী থেকে দেশটিকে বহিষ্কার করা হয়।