রাশিয়ার তেলের ট্যাংকার আটক করেছে গ্রিস
ইভিয়া উপকূলে রাশিয়ার একটি তেলের ট্যাংকার আটক করেছে গ্রিস। ইউক্রেনে আগ্রাসনের জেরে মস্কোর ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার অংশ হিসেবে ট্যাংকারটি জব্দ করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে গ্রিসের কোস্ট গার্ড।
এই মাসের শুরুতে নিজেদের জোটভুক্ত ২৭টি দেশের বন্দরে রুশ পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করে ইইউ। কিছু ছাড়সহ জোটটি রাশিয়ার বিরুদ্ধে নতুন ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রুশ পতাকাবাহী ট্যাংকার পেগাস এবং এর ১৯ রুশ কর্মীকে কারিসতোস এলাকার কাছে আটক করা হয়েছে। গ্রিসের মূল ভূখন্ডের রাজধানী এথেন্সের বাইরে দক্ষিণাঞ্চলীয় উপকূল ইভিয়ার কাছে অবস্থিত কারিসতোস। খবর রয়টার্সের।
গ্রিসের শিপিং মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ইইউ নিষেধাজ্ঞার অংশ হিসেবে এটি আটক করা হয়েছে।’ কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান জাহাজটির তেলের কার্গো জব্দ করা হয়নি।
এর আগে পেগাস যান্ত্রিক ত্রুটির কথা জানায়। উত্তাল সমুদ্রের কারণে এটি কারিসতোসের বাইরে অবস্থান নিতে বাধ্য হয়। আর সেখানেই ট্যাংকারটি জব্দ করা হয় বলে জানিয়েছে এথেন্স বার্তা সংস্থা।