রাশিয়ার তেলে ব্যারেলপ্রতি ৩৫ ডলার ডিসকাউন্ট চায় ভারত
প্রতি ব্যারল অপরিশোধিত তেলে প্রায় ৩৫ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় দুই হাজার ৬৭৫ রুপি) ছাড় দিক রাশিয়া। মস্কোর কাছে এমনই দাবি করেছে ভারত। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ব্যারেলপ্রতি অপরিশোধিত তেল প্রায় ১০৫ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় আট হাজার ২৩ টাকা) বিক্রি করছে রাশিয়া। এনডিটিভি বলছে, ভারত এই দাম ৭০ ডলারেরও (ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ হাজার ৩৪৮ রুপি) কম করার দাবি জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে আমদানি করা জ্বালানিপণ্যে নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। সেই সুযোগ কাজে লাগিয়েই ভারত পেট্রোল, ডিজেল ও গ্যাসের অন্যতম সরবরাহকারী রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি করে তেলের দাম কমানোর চেষ্টা করছে।
জানা গেছে, এই বিষয়ে দুই দেশের মধ্যে প্রতিনিয়তই উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত চার কোটি ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়ার কাছে থেকে কিনেছে। ভারত তাদের তেলের চাহিদার ৮৫ শতাংশ আমদানি করে মিটিয়ে থাকে।