রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞার তাৎক্ষণিক অনুসরণ কঠিন : জাপান
জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী কাউইচি হাচিউদা বলেছেন, ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ান তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে অনুসরণে জাপান ‘অসুবিধার’ মুখোমুখি হবে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তাব করেছে। প্রস্তাবে রাশিয়া থেকে তেল আমদানির ওপরও নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এ প্রস্তাব কার্যকরের জন্য ইইউ’র ২৭ দেশের অনুমোদন লাগবে। চলতি সপ্তাহেই এ নিয়ে বসবে ইইউ’র দেশগুলো। এটি ইইউ’র রাশিয়ার ওপর ষষ্ঠতম নিষেধাজ্ঞা হবে। তেল আমদানির ওপর এ নিষেধাজ্ঞা প্রসঙ্গে ওয়াশিংটন সফরত হাচিউদা এই মন্তব্য করেন। বৃহস্পতিবার এ খবর দিয়েছে আল-জাজিরা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে চলতি সপ্তাহে জি৭ সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন। তেলের ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে উদ্বিগ্ন জাপানের ধারণা ওই আলোচনায় দেশটির ওপর চাপ তৈরি হতে পারে।
এ ব্যাপারে হাচিউদা বলেন, ‘জাপানের সম্পদ সীমিত, অন্য দেশগুলোর মতো ওই পদক্ষেপ কার্যকরে আমরা কিছু অসুবিধার মুখোমুখি হব।’