রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প তৃতীয় বিশ্বযুদ্ধ : বাইডেন
ইউক্রেনে রুশ সেনা অভিযানের পঞ্চম দিন চলছে। আজ সোমবার সকাল থেকে রাজধানী কিয়েভজুড়ে শোনা যায় সাইরেন। এ ছাড়া গতকাল রাতভর শহরে শোনা গেছে গুলি ও বিস্ফোরণের শব্দ।
চলমান এ সংকট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।
ব্লগার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাইডেন। রাশিয়ার বার্তা সংস্থা তাসের খবরে এসব তথ্য জানানো হয়।
বাইডেন বলেন, ‘আমাদের হাতে দুটি বিকল্প আছে। এক, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যাওয়া। দুই, যে দেশটি আন্তর্জাতিক সব নিয়মনীতি লঙ্ঘন করছে, তার জন্য তাকে মূল্য দিতে বাধ্য করা।’
বাইডেন এ–ও বলেন, কোনো নিষেধাজ্ঞায় সত্ত্বর হচ্ছে না। তবে তিনি জানান, এসব নিষেধাজ্ঞা হবে ব্যাপক এবং ইতিহাসের বৃহত্তম। এর মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞাও আছে।
কোহেনের ইউটিউব পেজে এই সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করা হয় গত শনিবার।
গত বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক হামলা শুরু করে রাশিয়া। হামলার পর এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের।
ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে। তাদের আরো দাবি, ১৯১টি রুশ ট্যাংক, ২৯টি যুদ্ধবিমান এবং ২৯টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। তবে বিবিসি স্বাধীনভাবে ইউক্রেনের এই দাবিগুলো যাচাই করতে পারেনি।
অন্যদিকে, রুশ বাহিনী বলছে, তারা ইউক্রেনের ১৪টি সামরিক বিমানঘাঁটি ধ্বংস করেছে। এ ছাড়া ধ্বংস করা হয়েছে ১৯টি সামরিক কমান্ড পোস্ট, ২৪টি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ৪৮টি রাডার স্টেশন। এ ছাড়া ইউক্রেনের নৌবাহিনীর আটটি জাহাজে আঘাত হেনেছে রুশ বাহিনী। সব মিলিয়ে ধ্বংস করা হয়েছে ৮০০ সামরিক স্থাপনা।