রাশিয়ার সাইবার হামলা ঠেকাতে বাইডেনের সতর্কবার্তা
প্রতিষ্ঠানের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা অবিলম্বে শক্তিশালী করার জন্য মার্কিন ব্যবসায়ী নেতাদের সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন-রাশিয়া ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সাইবার হামলা চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার ব্যবসায়ীদের সঙ্গে এক ত্রৈমাসিক গোলটেবিল সভায় এমন সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রাশিয়ার অত্যাধুনিক সাইবার ক্ষমতা রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘বিষয়টি হলো তাঁর (পুতিন) সেই সক্ষমতা রয়েছে। তিনি এখনও এটি ব্যবহার না করলেও হাতে রেখে দিয়েছেন।’
এদিকে, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য পোল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে ইউক্রেনে উদ্ভুত ‘মানবাধিকার পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের’ বিষয়গুলোতে আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।
হোয়াইট হাউসের বরাত দিয়ে সিএনএন ও রয়টার্স জানিয়েছে, বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ যাবেন এবং সেখানে তিনি সেদেশের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে ২০ লাখের বেশি শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো মিত্র, জি৭ জোট ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পরদিন পোল্যান্ড সফর করবেন বাইডেন। এ ছাড়া সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলবেন তিনি।
তবে বাইডেন ইউক্রেনে সফর করবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি।