রাশিয়ার স্পুটনিক-ভি করোনা ঠেকাতে ৯১.৬ শতাংশ কার্যকর বলে দাবি
সংক্রমণের বেশির ভাগ উপসর্গ থাকা নভেল করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার স্পুটনিক-ভি টিকা ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট টিকাটির তৃতীয় পর্যায়ের পরীক্ষার অন্তর্বর্তীকালীন তথ্য বিশ্লেষণ করে এমনটি বলেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এ খবর জানিয়েছে।
সোভিয়েত যুগের স্যাটেলাইট স্পুটনিকের নামে রুশ করোনা টিকার নামকরণ হয়েছে। চূড়ান্ত পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই স্পুটনিক-ভি টিকাকে ছাড়পত্র দিয়েছিল রাশিয়া। ফলে টিকাটির কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করেছিলেন।
নতুন পরিসংখ্যান বলছে, তৃতীয় পর্যায়ে প্রায় ২০ হাজার মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়ায় পরেই দেখা গেছে, উপসর্গওয়ালা কোভিড-১৯ মোকাবিলায় এটি ৯১.৬ শতাংশ কার্যকর। এটি চলমান রয়েছে এবং আরো ২০ হাজার মানুষের শরীরে টিকাটি পরীক্ষামূলকভাবে দেওয়া হবে।
রাশিয়ায় এরই মধ্যে ১৮ বছরের ওপরের ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হয়েছে।
ইউনিভার্সিটি অব রিডিংয়ের ইয়ান জোন্স ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পলি রায় ল্যানসেটে লিখেছেন, ‘স্পুটনিক-ভি টিকা অত্যন্ত দ্রুততার সঙ্গে আসায় এর স্বচ্ছতা নিয়ে সমালোচনা হয়েছে। তবে এখানে ট্রায়ালের পর যে রিপোর্ট এসেছে তা পরিষ্কার। টিকা দেওয়ার বৈজ্ঞানিক নীতিটিও দেখানো হয়েছে। এটা বলাই যায়, করোনা মোকাবিলায় অন্যান্য টিকাগুলোর সঙ্গেও স্পুটনিক-ভি রাখা যায়।’
ল্যানসেটের গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, ‘ফাইজার-বায়োএনটেক ও মর্ডানার মতো প্রথম সারির করোনা টিকার আসনেই স্পুটনিক-ভি বসতে পারে। এরই মধ্যে স্পুটনিক-ভি নেওয়ার জন্য বেলারুস, ভেনেজুয়েলা, বলিভিয়া ও আলজেরিয়ার মতো দেশ নাম নথিভুক্ত করেছে।’
ল্যানসেটের ওই গবেষণা প্রতিবেদনের লেখকেরা আরো বলেছেন, স্পুটনিক-ভি টিকার কার্যকারিতা কেবল উপসর্গওয়ালা করোনা রোগীদের শরীরে পরীক্ষা চালানো হয়েছে। তবে প্রথম ডোজের ৪৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া এই টিকা সংক্রমণের উপসর্গহীন করোনার ক্ষেত্রে কেমন কাজ করে তা দেখার বাকি রয়েছে।