রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ : প্রায় ৬ হাজার আটক
দেশজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় মোট ৫ হাজার ৯৪২ জনকে আটক করেছে রুশ কর্তৃপক্ষ। পর্যবেক্ষণ সাইট ওভিডি-ইনফো এ তথ্য জানিয়েছে বলে সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
ওভিডি-ইনফোর সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সারা দেশের ৫৭টি শহরে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ২ হাজর ৮০২ জনকে আটক করা হয়। এর মধ্যে শুধু মস্কোতেই ১ হাজার ২৭৫ জনকে আটক করা হয়েছে।
তবে, এখনো পর্যন্ত সোমবার বিক্ষোভের কোনো খবর পাওয়া যায়নি।
রাশিয়ার আইন অনুযায়ী, বড় বড় বিক্ষোভের জন্য বিক্ষোভকারীদের অনুমতি নিতে আবেদন করতে হয়। এ আবেদন ইভেন্টের ১০ দিনেরও কম সময় আগে জমা দিতে হয়। অনুমোদন ছাড়া বিক্ষোভ করলে তাদের ওপর জরিমানা এবং কিছু ক্ষেত্রে কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
বৃহস্পতিবার রাশিয়ার তদন্ত কমিটি সতর্ক করে বলেছে, যে কোনো ধরনের যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অবৈধ।