রাশিয়া-ন্যাটো সংঘর্ষের পরিণাম হবে ভয়াবহ : ক্রেমলিন
ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানো নিয়ে কয়েকদিন আগে পোল্যান্ড যা বলেছে তার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। তারা বলেছে, এ ধরনের কোনো পদক্ষেপ রুশ সেনা ও ন্যাটো বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। আর এই দুপক্ষের মধ্যে যে কোনো সংঘর্ষের পরিণাম হবে ভয়াবহ।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর পোলিশ ভাবনাকে ‘বেপরোয়া’ ও ‘খুবই বিপজ্জনক’ বলে অ্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
‘ন্যাটো বাহিনীর সঙ্গে আমাদের সেনাদের সম্ভাব্য যে কোনো মুখোমুখি লড়াইয়ের পরিণাম এমন ভয়াবহ হবে যে তা ঠিক করা কঠিন হবে,’ সাংবাদিকদের এমনটাই বলেছেন পেসকভ।
পোল্যান্ডের উদ্যোগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি হতে যাচ্ছে খুবই বেপরোয়া ও ভয়াবহ বিপজ্জনক একটি সিদ্ধান্ত।’
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার লক্ষ্যে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। ওই অভিযানের প্রায় চার সপ্তাহ পার হতে চললেও মস্কো এখন পর্যন্ত তার লক্ষ্যের কোনোটিই অর্জন করতে পারেনি বলে সিএনএনের কাছে স্বীকার করে নিয়েছেন পেসকভ।
তবে রাশিয়ার অভিযান পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও তিনি দাবি করেছেন।