রাশিয়া-ভারত ভালো বন্ধু, বিশ্বস্ত সঙ্গী : রুশ পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে শুক্রবার দেখা করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
জয়শঙ্করের সঙ্গে আলোচনা শেষে ভারতকে ভালো বন্ধু ও বিশ্বস্ত সঙ্গি হিসেবে উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। খবর এএনআই ও এনডিটিভির।
পশ্চিমাদেশগুলোর চাপ স্বত্ত্বেও রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে ভারত। এমনকি তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এ সময় ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন ল্যাভরভ।
এ ব্যাপারে ল্যাভরভ বলেন, ‘আমি বিশ্বাস করি ভারতের পররাষ্ট্রনীতি স্বাধীন এবং নিজস্ব জাতীয় স্বার্থের ওপর গুরুত্ব দেয়। রাশিয়ার পররাষ্ট্রনীতিও ঠিক একই। আর এটিই বড় দেশ হিসেবে আমাদের ভালো বন্ধু ও বিশ্বস্ত সঙ্গি বানিয়েছে।’
তা ছাড়া রাশিয়ার কাছ থেকে আরও তেল কেনার যে পরিকল্পনা ভারত করছে সে বিষয়ে ল্যাভরভ বলেন, ‘ভারত আমাদের কাছ থেকে যে কোনো জিনিস কিনতে চাইলে আমরা এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত আছি এবং একে অপরকে সহায়তা করব।’
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন হুমকি দেওয়া হয়, ভারত যদি রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো বাণিজ্য করে তাহলে এর জন্য চরম মূল্য দিতে হবে।
ফলে এখন ভারতের সঙ্গে রুবল-রুপিতে বাণিজ্য করার বিষয়ে জোর দেবে রাশিয়া। এমনটাই জানিয়েছেন ল্যাভরভ।
এ ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় মূদ্রা ব্যবহার করে লেনদেন বাড়িয়ে দেওয়া হবে এবং ডলারে লেনদেন এড়িয়ে চলা হবে।