রাশিয়া সফরের কারণে ‘শক্তিশালী’ দেশ রাগ করেছে : ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তাঁর সাম্প্রতিক রাশিয়ার সফরের কারণে পাকিস্তানের ওপর একটি ‘শাক্তিশালী দেশ’ রেগে গেছে। শুক্রবার ইসলামাবাদে নিরাপত্তা সংলাপে তিনি এ কথা বলেন ইমরান। খবর জিও নিউজের।
ইমরান খান বলেন, ‘শক্তিশালী দেশটি’ তার মিত্র ভারতকে সমর্থন করছে।
‘আজ আমি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি পড়ছিলাম। এতে বলা হয়,তারা ভারতকে কিছু বলতে পারে না কেননা এটি স্বাধীন রাষ্ট্র। আমি তাদের সমর্থনের জন্য দোষ দিচ্ছি না, এটি আমাদের ভুল।’
বিরোধী দলের নেতা শাহবাজ শরীফকে বিদ্রুপ করে ইমরান খান বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা লোকজন সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন যে, আমার বক্তব্য যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে দেবে এবং দেশটির সমর্থন ছাড়া পাকিস্তান টিকতে পারবে না।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে ফেব্রুয়ারির শেষের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মস্কো সফর করেন।
এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শুক্রবার এক টুইটে ফাওয়াদ বলেন, নিরাপত্তা সংস্থাগুলোও জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি পরিকল্পনা সামনে এসেছে। এ প্রতিবেদন পাওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পাকিস্তানের এ রাজনৈতিক সংকটের সূত্রপাত ঘটেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ঘিরে। সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ এনে ৮ মার্চ পাকিস্তানের সংবিধানের ৫৪ ধারায় বিরোধী দলগুলোর প্রতিনিধিরা অনাস্থা ভোটের জন্য ন্যাশনাল অ্যাসেমব্লি সেক্রেটারিয়েটে প্রস্তাব জমা দেন।
২৫ শতাংশ সদস্যের সই করা প্রস্তাব স্পিকার আসাদ কায়সারকে দেওয়ায় তিনি ২৫ মার্চ পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন। এদিন অধিবেশন শুরুর পরপরই ২৮ মার্চ পর্যন্ত সভা স্থগিত করেন স্পিকার। এদিন অধিবেশন শুরু হলে ন্যাশনাল অ্যাসেমব্লি সদস্য ও বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন।