রাস্তায় পড়েছিল বাঘের ছানা!
সড়কের ডাস্টবিনের কাছে পড়েছিল বাঘের শাবকটি। তাও আবার যে-সে বাঘের নয়, সাদা বাঘের, যা এখন অনেকটাই দুষ্প্রাপ্য। এই সপ্তাহের শুরুতে উদ্ধার করা হয় নারী শাবকটিকে। গত বুধবার গ্রিসের নেতৃস্থানীয় পশু পার্ক এই তথ্য জানিয়েছে।আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এথেন্সের বাইরের অ্যাটিকা জুলজিক্যাল পার্ক জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে কাছাকাছি একটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া বিরল সাদা বাঘের ওই বাচ্চাকে তারা উদ্ধার করেছে। তার বয়স চার মাস। নারী শাবকটি একটি আবর্জনার তলদেশে ছিল। তার কোমর থেকে অবশ ছিল।
পার্কের প্রতিষ্ঠাতা জেন জ্যাকুয়েস লেসুয়ার বলেন, ‘বাঘের শাবকটি কোথা থেকে এসেছে বা কীভাবে সেখানে এসেছে, তা কেউ জানে না।’ প্রতো থেমা নামে দৈনিকে তিনি আরও বলেন, ‘সম্ভবত গত সোমবার শাবকটিকে পরিত্যক্ত অবস্থায় কেউ ফেলে যায়। এটি ভয়ঙ্কর অবস্থায় পাওয়া যায়।’
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) সংরক্ষণ দল বলেছে, সাদা বাঘ জিনগতভাবে ব্যতিক্রম, যা এখন বনে পাওযা যায় না।