রিয়াদে আবারো ধূলিঝড়ের পূর্বাভাস
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারো ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ন্যাশনাল সেন্টার ফর ম্যাটেরোলজি (জাতীয় আবহাওয়া কেন্দ্র) গতকাল মঙ্গলবার সৌদির রাজধানীতে ধূলিঝড়ের পূর্বাভাস দিয়ে সতর্ক করেছে। এ ছাড়া, মদিনা, ইয়াবনু, আল-রাইস, ইয়াবনু আল-নাখাল, আলুলা ও খায়বারেও ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হোসাইন আল- কাহতানি আরব নিউজকে বলেন, ‘দেশটির উত্তর, দক্ষিণ, কেন্দ্র ও অভ্যন্তরীণ অঞ্চলগুলোতেও এ ধূলিঝড় অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে ধূলিঝড়ের পরিমান বেড়েছে। ধূলিঝড়ের কারণে চলতি মাসে এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া, গত মাসে মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ইরাক, সিরিয়া ও কুয়েতে প্রচণ্ড ধূলিঝড় বয়ে গেছে। ধূলিঝড়ে আক্রান্ত হয়ে ইরাকে একজন ও সিরিয়ার পূর্বাঞ্চলে তিনজন মারা গেছেন। এ ছাড়া, শত শত লোক হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাধারণত বসন্তের শেষে ও গ্রীষ্মের শুরুতে মৌসুমী বায়ুর প্রভাবে এসব দেশে ধূলিঝড় হয়।