রুশ আগ্রাসন নিয়ে ইউক্রেনের ব্যাংকনোট
রাশিয়া আগ্রাসনের বছর পূর্তি উপলক্ষে স্মারক নোট চাপিয়েছে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক। ওই নোটগুলোতে তিনজন সৈন্য লাঠির সাহায্যে ইউক্রেনের পতাকা ওড়াচ্ছেন, আর নোটের অন্য পাশে টেপ দিয়ে দুহাত বাধা একটি ছবি। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
কিয়েভে যুদ্ধাপরাধ করছে মস্কো, ব্যাংকনোট দিয়ে এমনটি বোঝাতে চেয়েছে ইউক্রেন। তবে, যুদ্ধাপরাধের বিষয়টি বার বার অস্বীকার করে আসছে মস্কো।
ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যান্ড্রি পিশনি বলেন, ‘যুদ্ধের এক বছর উপলক্ষে আমরা স্মারক ব্যাংকনোট চাপার সিদ্ধান্ত নেয়। ছোট একটি কাগজের মাধ্যমে এক বছরে আমাদের আবেগ, নিদর্শন ও আইকনিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।’
রয়টার্স বলছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকেই বেশ চাপে রয়েছে ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পরিশ্রম করছে ব্যাংকের কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতনরা জানান, স্মারক ব্যাংক নোটটির ডিজাইন ও তৈরি করতে দীর্ঘ আট মাস লেগেছে। যুদ্ধের মূল বিষয়বস্তুগুলো নোটটিতে তোলার চেষ্টা করা হয়েছে। নোটটির তিন লাখ কপি বাজারে ছাড়া হবে বলেও জানানো হয়।