রুশ ইউরেনিয়ামে নিষেধাজ্ঞা না দিতে মার্কিন কোম্পানিগুলোর তদবির
ইউক্রেনে সংঘাতের তীব্রতা বাড়লেও হোয়াইট হাউস যেন রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি অব্যাহত রাখে তা নিশ্চিতে মার্কিন পারমাণবিক বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলো তদবির চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রে বিদ্যুতের দাম কম রাখার ক্ষেত্রে সস্তায় ইউরেনিয়াম কেনাই মূল ভূমিকা রাখে। এ সরবরাহ চেইন যেন অব্যাহত থাকে, সেজন্য রুশ ইউরেনিয়ামে নিষেধাজ্ঞা না দেওয়ার এ তদবির করা হচ্ছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো আছে তা সচল রাখতে প্রয়োজনীয় ইউরেনিয়ামের প্রায় অর্ধেকই আসে রাশিয়া ও তাদের মিত্র কাজাখস্তান ও উজবেকিস্তান থেকে।
২০২০ সালে এ দেশগুলো থেকে প্রায় ১ কোটি ৩ লাখ কেজি ইউরেনিয়াম কিনেছে তারা, যা থেকে যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুতের প্রায় ২০ শতাংশ উৎপাদিত হয়েছে বলে ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে।
রুশ বাহিনী প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে এলেও এখন পর্যন্ত ইউরেনিয়াম বিক্রি ও এ সংক্রান্ত আর্থিক লেনদেনকে ছাড় দেওয়া হয়েছে।
ডিউক এনার্জি কর্পোরেশন ও এক্সেলন কর্পোরেশনসহ মার্কিন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ব্যবসায়িক গোষ্ঠী দ্য ন্যাশনাল এনার্জি ইনস্টিটিউট (এনইআই) রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রে এই ছাড় অব্যাহত রাখতে তদবির করছে বলে জানিয়েছে সূত্রগুলো।
এনইআইয়ের তদবিরের উদ্দেশ্য হচ্ছে, রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিতে ব্যাপক আহ্বানের মধ্যে ভবিষ্যতে যদি জ্বালানি সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়াও হয়, তাতে যেন ইউরেনিয়াম না থাকে, বলছে সূত্রগুলো।
‘যুক্তরাষ্ট্রের পরমাণু বিদ্যুৎ খাত সস্তা রাশিয়ান ইউরেনিয়ামের ওপর নির্ভরশীল,’ বলেছে একটি সূত্র; বিষয়টির সংবেদনশীলতার কথা উল্লেখ করে নাম প্রকাশে রাজি হননি তিনি।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তদবিরের বিষয়ে মন্তব্য পেতে যুক্তরাষ্ট্রের বড় দুটি বিদ্যুৎ উৎপাদক কোম্পানি ডিউক ও এক্সেলনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।