রুশ জ্বালানির ওপর ইউরোপের মুখাপেক্ষিতার অবসান আসন্ন : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেছেন। তিনি, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোকে, মস্কো থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে নিষেধাজ্ঞা জোরদার করতে আবারও আহ্বান জানিয়েছেন। খবর আল-জাজিরার।
জেলেনস্কি তাঁর নিয়মিত রাতের ভাষণে বলেন, ‘(ইউক্রেনের) অংশীদারদের এমন সিদ্ধান্ত নিতে হবে, যা প্রত্যেক সপ্তাহে বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সীমিত করবে।’
রাশিয়ার নাম উল্লেখ না করে জেলেনস্কি আরও বলেন, ‘দখলদারদের অবশ্যই যুদ্ধের ক্রমবর্ধমান পরিণাম অনুভব করতে হবে, ক্রমাগত অনুভব করতে হবে।’
‘এখনকার অগ্রাধিকার হলো তেলের ওপর নিষেধাজ্ঞা। মস্কো এ সিদ্ধান্তকে বানচাল করার যতই চেষ্টা করুক না কেন, রাশিয়ার জ্বালানি সম্পদের ওপর ইউরোপের নির্ভরশীলতার দিন শেষ হয়ে আসছে’, যোগ করেন জেলেনস্কি।