রুশ বাহিনীর ওপর চটেছেন পুতিনের মিত্র রমজান কাদিরভ
ইউক্রেনে রুশ বাহিনীর সক্ষমতার সমালোচনা করেছেন চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ। সপ্তাহান্তে ইজিয়ামের নিয়ন্ত্রণ হারানোর পর এ সমালোচনা করেন তিনি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ প্রদেশের ইজিয়ামকে গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। খবর আল-জাজিরার।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত কাদিরভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে গত শনিবার ১১ মিনিট দীর্ঘ একটি ভয়েস মেসেজ পোস্ট করেন। এতে কাদিরভ স্বীকার করেন, রাশিয়ার এ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে না।
মস্কোর নিয়োগ দেওয়া চেচেন নেতা বলেন, ‘আজ বা কাল বিশেষ সামরিক অভিযান পরিচালনায় যদি পরিবর্তন আনা না হয়, তাহলে মাঠের অবস্থা ব্যাখ্যা করতে আমরা দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হব।’
হারানো সব এলাকায় রুশ নিয়ন্ত্রণ ফেরাতে হবে জানিয়ে কাদিরভ বলেন, ‘যাঁরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছেন, আমি তাঁদের মতো কৌশলবিদ নই। তবে এটা স্পষ্ট, কিছু ভুল হয়েছে। আমি মনে করি, তাঁরা এ বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হবেন।’
চেচেন নেতা আরও বলেন, ‘সেখানে আমাদের লোক আছে। যোদ্ধারা এ ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রস্তুত। ১০ হাজার যোদ্ধা তাদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত আছে। অদূর ভবিষ্যতে আমরা ওদেসায় পৌঁছাব।’
আগ্রাসনের বিরুদ্ধে উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় রুশ সেনা নেতৃত্ব অপ্রস্তুত হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রুশ বাহিনীর সমালোচনায় মুখর হয়েছেন কাদিরভ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। মার্চে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল মস্কো। এরপর দ্রুততম সময়ে ইজিয়ামের পতন রাশিয়ার সবচেয়ে মারাত্মক সামরিক পরাজয় হিসেবেই দেখা হচ্ছে।