রুশ হামলায় ইউক্রেনের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ক্ষতিগ্রস্ত
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনীয় বাহিনীর যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেটি ধ্বংস হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দুজন মার্কিন কর্মকর্তা। খবর আলজাজিরার।
মঙ্গলবার (১৬ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি রাশিয়ান হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র কিয়েভের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাটারি ধ্বংস করেছে।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন ও কিয়েভ ইতোমধ্যে প্যাট্রিয়ট সিস্টেম মেরামত করার সর্বোত্তম উপায় নিয়ে কথা বলেছে। ইউক্রেন থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সরাতে হবে বলে মনে হচ্ছে না।
ওই কর্মকর্তা বলেন, আগামী দিনগুলোতে ধীরে ধীরে ক্ষয়ক্ষতি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে এবং সময়ের সঙ্গে তথ্যে পরিবর্তন আসতে পারে।
যুদ্ধবিমান, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্যাট্রিয়ট যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেনে প্যাট্রিয়ট সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারেননি।
কিবরি বলেন, “ইউক্রেনে পাঠানো মার্কিন সামরিক সরঞ্জাম প্রায়ই ক্ষতিগ্রস্ত বা পরিত্যক্ত হয়। এটি ক্ষতির ওপর নির্ভর করে যে ইউক্রেনীয়রা তা মেরামত করতে পারবে নাকি আমাদের তাদের সহযোগিতার প্রয়োজন হবে। প্যাট্রিয়ট সিস্টেমের যদি কোনো ক্ষতি হয়ে থাকে যা ইউক্রেনের বাইরে মেরামত করা দরকার, সেক্ষেত্রে আমরা অবশ্যই সহায়তা করব।”
গতকাল মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনী ছয়টি কিনজালসহ ১৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে বলে দাবি করেছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি বলেন, সেনাবাহিনী বিমান থেকে উৎক্ষেপণ করা ছয়টি কিনঝাল, সেই সঙ্গে কৃষ্ণসাগরে জাহাজ থেকে নিক্ষেপ করা ৯টি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং স্থলভাগ থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
ছয়টি কিনঝাল ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইউক্রেনের দাবিকে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। তিনি জানান, এই সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়াই হয়নি। এ খবর জানায় বার্তা সংস্থা আরআইএ।
রাশিয়া ইউক্রেনে আক্রমণের প্রথম দিকে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কিনঝাল ব্যবহার শুরু করেছিল। তবে ব্যয়বহুল এই অস্ত্র কম ব্যবহার করা হয়েছে।