রুশ হামলায় পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম কার্গো বিমান
ইউক্রেনে রুশ হামলায় পুড়ে গেছে বিশ্বের বৃহত্তম কার্গো বিমান। দেশটির রাজধানী কিয়েভের নিকটবর্তী এক বিমানবন্দরে রুশ হামলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। রোববার এক টুইটে তিনি বিষয়টি জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে।
কুলেবা তাঁর টুইটে জানান, ‘এএন-২২৫ ম্রিয়া (AN-225 Mriya, ইউক্রেনের ভাষায় ম্রিয়ার অর্থ স্বপ্ন) ছিল বিশ্বের বৃহত্তম বিমান। রাশিয়া হয়তো আমাদের ‘স্বপ্ন’ ধ্বংস করেছে। কিন্তু তাঁরা কখনোই আমাদের শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন ধ্বংস করতে পারবে না। আমরা জয়ী হবই।’
ইউক্রেনের রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান ইউক্রবোর্নপ্রম জানিয়েছে, কিয়েভের কাছে একটি কৌশলগত বিমানঘাঁটিতে রাশিয়ার হামলায় বিশ্বের বৃহত্তম কার্গো বিমান আন্তনভ-২২৫ ‘ম্রিয়া’ পুড়ে গেছে।
ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রবোর্নপ্রম জানিয়েছে, ‘রাশিয়ান আক্রমণকারীরা ইউক্রেনের বিমান বহরের ফ্ল্যাগশিপ কিংবদন্তি এএন-২২৫ ম্রিয়া ধ্বংস করেছে। এটি কিয়েভের নিকটবর্তী আন্তনভ বিমানঘাঁটিতে ঘটেছে।’
ওই পোস্ট আরও বলা হয়, ‘বিমানটি পুনরুদ্ধার করতে অন্তত ৩০০ কোটি ডলার খরচ হবে, সময়ও লাগবে অনেক বেশি।’