রুশ হামলায় ২১০ বেসামরিক ইউক্রেনীয় নিহত
ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ২১০ জনের বেশি বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এগারোশ’র বেশি মানুষ। ইউক্রেনের সরকারি কর্মকর্তা লিউডমিলা ডেনিসোভা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডেনিসোভা বলেন, নজিরবিহীন নৃশংসতার পাশাপাশি শত্রুরা আবাসিক ভবন, হাসপাতাল, কিন্ডারগার্টেন ও স্কুল ধ্বংস করছে। শিশুসহ ছেলেমেয়েদের ইউক্রেনের মাটিতে বসবাসের অধিকার কেড়ে নিয়েছে।
এ সময় ডেনিসোভা কয়েকজন বেসমারিক নাগরিক নিহতের উদাহরণ দেন। এর মধ্যে কিয়েভের একটি হাসপতালে গুলিতে এক শিশুর কথা বলেন। এ ছাড়া খারকিভের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী নিহতের বিষয়টি উল্লেখ করেন। তিনি এই অপরাধের জন্য রাশিয়াকে কঠোর শাস্তির দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ইউক্রেন সবকিছু নথিভুক্ত করছে এবং হেগের সামরিক আদালতে পাঠাবে।
উল্লেখ, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসন ‘গণহত্যার’ শামিল বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিল করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরও বেশি বোমা বর্ষণ করতে যাচ্ছে। তারা আরও বেশি চতুরতার সঙ্গে আমাদের শিশুদের হত্যা করতে যাচ্ছে। আমাদের ভূমিতে একটি অশুভ শক্তি এসেছে, যাকে অবশ্যই ধ্বংস করা হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড গণহত্যার শামিল।’