লকারবি বিস্ফোরণের সন্দেহভাজন যুক্তরাষ্ট্রের হেফাজতে
যুক্তরাজ্যের লকারবিতে ৩৪ বছরর আগে প্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট-১০৩ বিধ্বস্তের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একব্যক্তি যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে স্কটিশ কর্তৃপক্ষ।
দুই বছর আগে আবু আগিলা মাসুদ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম দায়ী হিসেবে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। বিস্ফোরণে বোয়িং-৭৪৭ এর ফ্লাইটের ২৫৯ জন যাত্রীসহ মোট ২৭০ জন নিহত হন। ১১ জন মারা যান বিমানটি লকারবিতে বিধ্বস্ত হয়ে বাড়িঘরের ওপর পড়ার ফলে।
গত মাসে খবর পাওয়া যায় যে আগিলা মাসুদকে লিবিয়া থেকে একটি মিলিশিয়া দল অপহরণ করেছে। এরপর থেকেই ধারণা করা হয়েছিল যে তাকে হয়তো বিচারের জন্য মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে। খবর বিবিসির।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সন্দেহভাজন ব্যক্তিকে ওয়াশিংটনের ফেডারেল কোর্টে প্রাথমিকভাবে হাজির করা হতে পারে। আগিলা মাসুদ পাঁচ বছর আগে লিবিয়ার একটি জেলখানায় বোমা তৈরির অভিযোগে সাজাও খাটছিলেন।
২০০১ সালে আব্দেল বাসেত আল মেগরাহিকে প্যান এম-১০৩ ফ্লাইটে বোমা বিস্ফোরণের জন্য নেদারল্যান্ডসে বসা একটি বিশেষ স্কটিশ আদালতের বিচারে দোষী সাব্যস্ত করা হয়। ওই হামলায় তিনিই ছিলেন একমাত্র দোষী ব্যক্তি। রায়ে মেগরাহিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও ২০০৯ সালে ক্যানসার আক্রান্ত হওয়ার কারণে বিশেষ অনুকম্পায় তাকে স্কটিশ সরকার মুক্তি দেয়। ২০১২ সালে তিনি লিবিয়ায় মারা যান।
অভিযোগ রয়েছে যে লিবিয়ায় কারাভোগের সময় আগিলা মাসুদ লকারবি বিমান হামলায় মেগরাহির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। মেগরাহির আইনজীবী আমের আনোয়ার জানান, আগিলা মাসুদ সত্যিকার অর্থে একজন যুদ্ধবাজ নেতার হাতে আটক ছিলেন আর মার্কিন ও স্কটিশ আদালতে তার স্বীকারোক্তির জোরালোভাবে বিরোধীতা করা হবে।
মেগরাহি নিজেকে নির্দোষ দাবি করে ২৭ বছরের সাজার বিরুদ্ধে দুটি আপিল করেছিলেন যার একটি সফল হয়নি আর অন্যটি বাতিল হয়ে যায়।