লন্ডনে বাংলাদেশি স্কুলশিক্ষিকা খুন, মোটিভ খুঁজছে পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুলশিক্ষিকা সাবিনা নিসা হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো মোটিভ খুঁজে পায়নি লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
সন্দেহভাজন হিসেবে ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে নজরদারিতে রেখেছে গোয়েন্দা পুলিশ।
বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, গত শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ইস্ট লন্ডনের গ্রিনইউচের কিডব্রুক পার্ক থেকে সাবিনা নিসার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সাবিনাকে আগেরদিন অর্থাৎ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পার্কের অ্যাস্টেল রোডে হত্যা করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ডিটেকটিভ চিফ সুপারিন্টেনডেন্ট ট্রেভর লরি বলেন, রাস্তাগুলো (অ্যাস্টেল রোড) এখন নারীদের জন্য নিরাপদ।
ট্রেভর লরি আরও বলেছেন, ‘ভয়মুক্ত হয়ে এই এলাকায় মানুষের চলাচল করা উচিত এবং এটি নিশ্চিত করার জন্য অফিসাররা এখানে রয়েছেন।’
হত্যাকাণ্ডের স্থান থেকে এখনও খুনের আলামত সংগ্রহ করছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার ও শর্তসাপেক্ষে জামিন দিয়েছে পুলিশ।
গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করে শিক্ষকতায় প্রশিক্ষণ নিয়েছিলেন সাবিনা। তাঁর হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ সোসাইটি।