লাইভে সাবেক স্ত্রীকে হত্যা, চীনে যুবকের ফাঁসি
সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে চীনের স্বায়ত্তশাসিত নগাওয়া তিবেতান অ্যান্ড কিয়াং অঞ্চলের তাং লু নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
নগাওয়া তিবেতান অ্যান্ড কিয়াং অঞ্চলের আজ শনিবার সকালে জানায়, তাং লু’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২০২০ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম তারকা লামো’র গায়ে আগুন ধরিয়ে হত্যা করেন তাঁর সাবেক স্বামী তাং লু। টিকটকের চীনা সংস্করণ ‘দৌইন’-এ লাইভে লামোর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ৩০ বছর বয়সি লামোর মৃত্যু হয়। উল্লেখ্য, দৌইন টিকটকের মূল কোম্পানিরই একটি প্রতিষ্ঠান।
সংক্ষিপ্ত ভিডিওতে তিব্বতীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত লামো নিজের জীবন ও আশপাশের নানা বিষয়ে ব্লগ করতেন।
লামোর মৃত্যুর বিষয়টি সে সময় ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতিসংঘের একটি সম্মেলনে নারীর অধিকার ও স্বার্থ রক্ষাকে চীনের জাতীয় প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেন।